📢 অভিভাবকেরা শিক্ষার্থীর শ্রেণী ও রোল নাম্বারের সাহায্যে অনলাইনে শিক্ষার্থীর উপস্থিতি, অপরিশোধিত বেতন, শিক্ষকদের মন্তব্য যাচাই করতে পারবেন। ��� 📢 শিক্ষার্থীরা আমাদের ওয়েব পোর্টালে লগিন করে ক্লাস নোট সংগ্রহ করুন। ��� 📢 নোটিশ বোর্ডে নিয়মিত ফলো করুন। সকল নির্দেশননা নোটিশ বোর্ডে পাবলিশ করা হচ্ছে। ���

দিঘাপতিয়া পি.এন. হাই স্কুল

প্রতিষ্ঠাকাল: ১৮৫২   |   প্রতিষ্ঠাতা: রাজা প্রসন্ন নাথ রায় বাহাদুর
ঠিকানা: দিঘাপতিয়া

প্রধান শিক্ষকের বাণী

শিক্ষা মানুষকে মানুষ করে তোলে, আলোর পথে এগিয়ে দেয়। দিঘাপতিয়া পি.এন. হাই স্কুল, যার ভিত্তি স্থাপিত হয় ১৮৫২ খ্রিষ্টাব্দে মহান দানবীর রাজা প্রসন্ন নাথ রায় বাহাদুর-এর হাতে, সেই মহান উদ্দেশ্যের ধারক ও বাহক হিসেবে আজও জ্ঞানচর্চার আলো ছড়িয়ে যাচ্ছে।

আমাদের স্কুল কেবল পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধুনিক জ্ঞানচর্চার মাধ্যমে আগামী প্রজন্মকে সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। আমরা এখানে প্রতিটি ছাত্র/ছাত্রীয়ের ব্যবস্হাপনা, চরিত্র গঠন এবং নিজেদের মধ্যে নেতৃত্বের গুণ বিকাশে গুরুত্ব দেই।

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উপরই আমাদের স্বপ্নভরা ভবিষ্যৎ। নিষ্ঠা, অধ্যবসায় ও সততার মাধ্যমে এগিয়ে গেলে একদিন অবশ্যই তোমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করবে। আসুন আমরা সবাই একসাথে প্রতিজ্ঞা করি— “শিক্ষার আলোয় আলোকিত হব, সমাজ ও দেশের কল্যাণে কাজ করব।”

প্রধান শিক্ষক
দিঘাপতিয়া পি.এন. হাই স্কুল
© দিঘাপতিয়া পি.এন. হাই স্কুল
প্রতিষ্ঠাকাল: ১৮৫২ • প্রতিষ্ঠাতা: রাজা প্রসন্ন নাথ রায় বাহাদুর
দীঘাপাতিয়া পি.এন উচ্চ বিদ্যলয় Accept